ভারত থেকে নাগরিকদের দ্রুত দেশে ফিরতে বলছে মার্কিন যুক্তরাষ্ট্র

ভারতে অবস্থানরত মার্কিন নাগরিকদের দ্রুত দেশে ফিরতে বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
সাম্প্রতিক সময়ে ভারতের করোনা পরিস্থিতি যেভাবে ভয়াবহ আকার ধারণ করেছে তা নিয়ে মার্কিন প্রশাসন উদ্বেগ প্রকাশ করেছে।

যতই দিন যাচ্ছে ভারতের করোনা পরিস্থিতি খারাপ থেকে আরও খারাপের দিকে যাচ্ছে।
প্রায় প্রতিদিনই দেশটিতে আক্রান্ত ও মৃত্যুর নতুন রেকর্ড হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু ও শনাক্তের অতীতের সব রেকর্ড ভেঙেছে। একদিনে নতুন করে মারা গেছেন তিন হাজার ৬৪৫ জন।
আক্রান্ত হয়েছে তিন লাখ ৭৯ হাজারের বেশি মানুষ।

বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় সরকার প্রচারিত স্বাস্থ্য বুলেটিনের বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো।
এর ফলে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২ লাখ ৪ হাজার ৭৩২ জনে।

এর আগের ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মৃত্যু হয় ৩ হাজার ২৯৩ জন করোনা রোগীর।
সেটি ছিল ভারতে করোনার ইতিহাসে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
আজ আবারও সেই রেকর্ড ভাঙল।
সেদিন নতুন করে সংক্রমণ শনাক্ত হয় রেকর্ড ৩ লাখ ৬০ হাজার ৯৬০ জনের শরীরে। আজ সেই রেকর্ডও ভেঙে গেল।

ভারত ভ্রমণের ক্ষেত্রে ৪ মাত্রার সতর্কতা জারি করেছে মার্কিন পররাষ্ট্র দফতর। এই মুহূর্তে ভারতে সফর না করা এবং ভারত থেকে যত দ্রুত সম্ভব নিরাপদে দেশে ফেরার পরামর্শ দেয়া হয়েছে।
পররাষ্ট্র দফতর জানিয়েছে, ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিদিন সরাসরি ১৪টি ফ্লাইট চলাচল করছে।

করোনা সংক্রমণ বাড়তে থাকায় ভারতে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাওয়া কঠিন হয়ে পড়েছে।
বিভিন্ন হাসপাতালে ওষুধ, অক্সিজেন এবং বেডের সঙ্কট চরম আকার ধারণ করেছে। এমন পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের দ্রুত সে দেশ থেকে নিজের দেশে ফেরা উচিত বলে মনে করে যুক্তরাষ্ট্র।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.