করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট বা ধরন বিশ্বের প্রায় ১৭টি দেশে পাওয়া গেছে বলে জানিয়েছেল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
এবার ফ্রান্সেও পাওয়া গেল সেই ধরন।
দেশটিতে ভারতীয় ধরনের করোনায় তিনজন আক্রান্ত হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সে বি.১.৬১৭ নামক এই ধরনের খোঁজ কয়েক দিন আগেই মিলেছে।
এ তথ্য জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী।
করোনার এই ভারতীয় ধরনে তিনজন ফরাসি নাগরিক আক্রান্ত হয়েছেন।
প্রথম ভারতীয় ধরন ধরা পড়ে দক্ষিণ পশ্চিম ফ্রান্সের এক নারীর।
সম্প্রতি ভারতে এসেছিলেন তিনি।
গত বুধবার এ তথ্য নিশ্চিত করে ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয়।
বাকি দুজনও নতুন ভ্যারিয়েন্ট নিয়ে ফ্রান্সে যান। তারা দক্ষিণ-পূর্ব ফ্রান্সের বাসিন্দা।