আয়ারল্যান্ডে ধাপে ধাপে লকডাউন শিথিল হচ্ছে

আয়ারল্যান্ডে লকডাউন ধাপে ধাপে শিথিল করা হচ্ছে। দেশটিতে স্বাভাবিক জীবনে ফিরতে ১০ মে থেকে আসছে আরও শিথিলতা। এতে সহজ হবে জনজীবন। করা যাবে জনসমাগম আর নানা অনুষ্ঠান।

আয়ারল্যান্ডের জনজীবন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। একদিকে সরকারি আদেশ, অন্যদিকে অধিকাংশ নাগরিক নিজ উদ্যোগেই নিজেকে সুরক্ষিত রাখতে মেনে চলেছেন সরকারি বিধিনিষেধ। যার সুফল এ লকডাউন শিথিল।

শুক্রবার (৩০ এপ্রিল) দেশটির প্রধানমন্ত্রী মিহল মার্টিন এমনটাই তার বক্তব্যে তুলে ধরেন।

তিনি বলেন, মে মাসের ১০ তারিখ থেকে বেশ কিছু পরিবর্তন আসছে। এখন থেকে বাহিরে ১৫ জন একসঙ্গে জড়ো হতে পারবেন। আবার তিনটি পরিবার একসঙ্গে মিলিত হতেও পারবে ঘরের বাহিরে। যে কোনো অনুষ্ঠানে ৫০ জন উপস্থিত হতে পারলেও মৃত্যু বা বিয়ে বাড়িতে ৬ জনে সীমাবদ্ধ থাকতে হবে। সরকারি এ ঘোষণায় অনেকটা স্বস্তি এসেছে জনমনে।

তবে করেনার ভ্যাকসিন এখনো যারা নিতে পারেনি, লকডাউন শিথিলের মধ্যে তাদের থাকতে হবে বাড়তি সতর্কতায় এমনটাও মনে করছেন অনেকে।

করোনার ভ্যাকসিন প্রয়োগের সংখ্যা আগামী সপ্তাহ থেকে আরও বাড়াচ্ছে দেশটির সরকার।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.