বিমানবন্দরে সাড়ে ৩ কেজি সোনাসহ সৌদিফেরত যাত্রী আটক

সৌদি ফেরত যাত্রীর ব্যাগ থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ কেজি ৩০০ গ্রাম সোনা উদ্ধার করেছে বিমান বন্দরে কাস্টম হাউস।

বিমানবন্দর কাস্টম হাউস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার (১১ মে) বিকেল ৩টা ৪৭ মিনিটে সৌদি আরব আগত ফ্লাইটে (SV 3580) যাত্রী রবিন মাতবরের কাছ থেকে এ সোনা উদ্ধার করা হয়েছে।  আসা

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিন মাতবর গ্রীন চ্যানেল অতিক্রম করার সময় তার সাথে থাকা ব্যাগে কোনো সোনা কিনা জানতে চাইলে তিনি তা অস্বীকার করেন। কিন্তু কাস্টমস কর্তৃপক্ষ রবিনের ব্যাগ স্ক্যানিং করলে সোনার অস্তিত্ব পায়। পরে কাউন্টারে ওই ব্যাগ এনে ব্যাগের লক খুলে প্রায় ৩ কেজি ৩০০ গ্রাম সোনা উদ্ধার করা হয়। আটককৃত সোনার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ১৫ লাখ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পাসপোর্ট অনুসারে যাত্রীর নাম রবিন মাতবর এবং বাড়ি মুন্সিগন্জ জেলায়। আটককৃত সোনার বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হবে।

যাত্রীর বিরুদ্ধে ফৌজদারী মামলা দায়ের করে তাকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.