ভূমধ্যসাগরে নিমজ্জিত ইজিপ্ট এয়ারের ফ্লাইটের দ্বিতীয় ব্ল্যাক বক্সের সন্ধান পাওয়ার কথা জানিয়েছে অনুসন্ধানকারী কর্তৃপক্ষ।
ককপিটের ভয়েস রেকর্ডারের সন্ধানের একদিন পর দ্বিতীয় ব্ল্যাক বক্সের সন্ধানের বিষয়টি এক বিবৃতিতে জানানো হয়।
পরীক্ষা-নিরীক্ষার জন্য রেকর্ডার দু’টি টেকনিক্যাল ইনভেস্টিগেশন কমিটির হাতে তুলে দেওয়া হয়েছে। কায়রো পৌঁছানোর পর কর্মকর্তার ইতোমধ্যে প্রথম রেকর্ডারের তথ্য-উপাত্ত বিশ্লেষণ শুরু করেছেন।
গত ১৯ মে প্যারিস থেকে কায়রোর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ইজিপ্ট এয়ারের এমএস-৮০৪ ফ্লাইটটি রাত পৌনে ৩টার দিকে রাডার থেকে হঠাৎ বিচ্ছিন্ন হয়ে যায়। এয়ারবাস এ৩২০ ফ্লাইটটির যখন যোগাযোগ বিচ্ছিন্ন হয় তখন এটি ৩৭ হাজার ফুট ওপরে, আরোহী ছিল ৭৬ জন।