সরাসরি মহেন্দ্র সিং ধোনি কিংবা দলের ক্রিকেটারদের উপর অভিযোগ না আসলেও, জিম্বাবুয়ে সফরে ভারত দলের সফরসঙ্গীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। জিম্বাবুয়েতে ধোনিরা যে হোটেলে অবস্থান করছেন, সেখানে স্থানীয় এক নারীকে ধর্ষণ করেছে এক ভারতীয় নাগরিক।
ভারতের একটি ইংরেজি সংবাদ মাধ্যমে উঠে এসেছে এই তথ্য।
সেখানে বলা হয়েছে, শুক্রবার জিম্বাবুয়ে পুলিশ ধোনিদের সঙ্গে জিম্বাবুয়ে সফরে আসা এক ভারতীয়কে গ্রেপ্তার করেছে। তবে আসল দোষী তিনি কিনা তা এখনো অনিশ্চিত।
হোটেল সূত্রে জানা গেছে, জিম্বাবুইয়ান ওই নারীকে অচেতন করে ধর্ষণ করেছে ওই ভারতীয়। হোটেল লবিতে সে ঘুরে বেড়াচ্ছিলো, সেখান থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। এ প্রসঙ্গে হারারে পুলিশ কমিশনার চ্যারিটি বলেন, ‘ওই নারী বারবার একজন ভারতীয় নাগরিককে ইঙ্গিত করছে। যারা কিনা গত সপ্তাহে এই হোটেলে এসেছে। অবশ্য আমি আমি নিশ্চিত নই যে, সে কোন ভারতীয় ক্রিকেটার কিংবা দলের কর্মকর্তাদের দিকে ইঙ্গিত করছে কিনা। তবে যা-ই হোক, আইনের বাইরে কেউ নয়। কিন্তু আমি এটুকু বলতে পারি আদালতে গিয়ে ব্যপারটি নিশ্চিত করা সম্ভব হবে।’
‘আমরা তদন্ত শেষ করেছি। কিন্তু আদালত ও পুলিশ উভয়কেই ইস্যুটি সতর্কতার সঙ্গে পরিচালনা করতে হবে। কারণ এটি কূটনৈতিকভাবে নেতিবাচক সম্পর্কের জন্ম দিতে পারে’, যোগ করেন চ্যারিটি।
এদিকে, এই ঘটনার সঙ্গে ভারতীয় ক্রিকেট দলের কোন সম্পর্ক নেই বলে শুরু থেকেই দাবি করে আসছেন জিম্বাবুয়েতে কর্মরত ভারতীয় হাই কমিশনার।
যদিও ঘটনাস্থলের এক সূত্র ধোনিদের জন্য দুঃসংবাদই শোনাচ্ছেন। তিনি বলেছেন, ‘এটা এখনো নিশ্চিত নয় যে এই ঘটনার সঙ্গে ক্রিকেট দলের সম্পৃক্ততা আছে। কিন্তু ঘটনার সময় হোটেলে ভারতীয় দলের জ্যেষ্ঠ কর্মকর্তাকে হোটেলে দেখা গেছে।’