ইরান ও মার্কিন বৃহৎ বিমান কোম্পানি বোয়িংয়ের মধ্যে ১০০ বিমান ক্রয়ের একটি চুক্তি হয়েছে। পুরনো বিমানের স্থলে নতুন বিমান সংযোজন করার জন্যে বিমানগুলো ক্রয় করছে ইরানী কর্তৃপক্ষ।
রোববার তেহরানের বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষের প্রধান আলি আব্দেজাদেহ্ একথা জানিয়েছেন।
তিনি বলেন, ‘আমাদের আড়াইশো বিমান রয়েছে। এগুলোর মধ্যে ২৩০টির পরিবর্তে নতুন বিমান লাগবে।’
আব্দেজাদেহ্ আরও জানান, এই চুক্তি বাস্তবায়নে মার্কিন সরকারের অনুমোদন প্রয়োজন।