চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪ মানবপাচারনকারীকে আটক করেছে বিমানদবন্দর আনসার সদস্যরা। পরে তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত ৪ মানবপাচারকারী হলো- ব্রাহ্মণবাড়িয়ার আবদুল হালিম (৪১), মাদারীপুরের মো. মনির ফরাজী (৩৫), খুলনার আশরাফুর রহমান (২৫) ও টাঙ্গাইলের হারুণ সিকদার (৩৮)। প্রত্যেকে এক লাখ টাকা করে জরিমানা এবং সর্বোচ্চ এক বছর থেকে সর্বনিম্ন তিন মাস কারাদণ্ড দেয়া হয়।
এর আগে রোববার দিনগত রাতে তুরস্ক পাঠানোর কথা বলে প্রতারণার অভিযোগে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদেরকে আটক করা হয়।
নির্বাহি ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান জানান, সংঘবদ্ধ চক্রটি ৭ যুবককে তুরস্ক হয়ে গ্রীস পাঠানোর কথা বলে জাল ভিসা, পাসপোর্ট তৈরি করে। পরে ঢাকা থেকে চট্টগ্রাম নিয়ে আসে। এরপর বিমানবন্দরে যাত্রীর সঙ্গে থাকা এক হাজার ডলারও নিয়ে নিতে চাইলে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। এ সময় আনসার সদস্যদের সহযোগিতায় তাদের আটক করা হয়।