আসন্ন অস্ট্রেলিয়ার সিরিজে থাকছেন না মুশফিকুর রহিম। অস্ট্রেলিয়ার আপত্তির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আকরাম খান। আজ বৃহস্পতিবার (২২ জুলাই) এ খবর জানানো হয়েছে।
জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ খেলতে গিয়ে মা-বাবার অসুস্থতার জন্য পুরো সিরিজ শেষ না করেই দেশ ফিরতে হয়েছে মুশফিককে।
অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজে খেলতে হলে মুশফিকুর রহিমকে টানা দশ দিন কোয়ারেন্টিনে থাকবে হবে। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়ার দেওয়া শর্ত অনুযায়ী কোয়ারেন্টিনে ঢোকার সময় শেষ হয়ে গেছে গতকালই।
এরপরও মুশফিক খেলতে চাওয়ায় এ ব্যাপারে ক্রিকেট অস্ট্রেলিয়ার মতামত জানতে চেয়েছিল বিসিবি। কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়া মুশফিকের খেলার ব্যাপারে আপত্তি জানায়।