বয়স্কদের টেনে এনে টিকা দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

গ্রামে বয়স্ক ব্যক্তিরা টিকা নিতে অনীহা দেখালে প্রয়োজনে তাদের টেনে এনে টিকা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার বিকেলে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ) আয়োজিত ‘কোভিড-১৯ সংক্রমণের ঊর্ধ্বগতি প্রতিরোধ, অক্সিজেন সংকট, হাসপাতালের সুযোগ-সুবিধা ও শয্যা সংখ্যা বৃদ্ধি’ শীর্ষক ভার্চুয়াল মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘আমরা জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ডে কমিটি করে দিয়েছি।
আগেও কমিটি ছিল, এখন আরও জোরদার করা হয়েছে সেই কমিটি।
সেই কমিটি প্রতিটি গ্রামে রোগী খুঁজবে এবং দেখবে সেই অর্ডার করেছি।
প্রাথমিক স্টেজেই হাসপাতালে নেওয়া লাগলে নেয়ার ব্যবস্থা করবে, সে নির্দেশনা আমরা দিয়েছি।
কারণ দেরি করে হাসপাতালে এলে মারা যায়, কিছু করার থাকে না।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.