ম্যাজিস্ট্রেটের পাশে দাঁড়িয়ে মাস্ক খুলে ফুঁকছিলেন সিগারেট!

ঢাকার শাহবাগে বারডেম হাসপাতালের সামনে দাঁড়িয়ে মাস্ক খুলে সিগারেট খাচ্ছিলেন ফারুক আহমেদ নামের এক ব্যক্তি। বিষয়টি চোখে পড়ে পাশেই থাকা র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের।

এ সময় ম্যাজিস্ট্রেট ডাক দেন ফারুককে।
তাৎক্ষণিকভাবে হাত থেকে সিগারেট ফেলে দেন তিনি।

হাসপাতালের সামনে ও ভ্রাম্যমাণ আদালতের পাশে দাঁড়িয়ে মাস্ক খুলে এভাবে সিগারেট ফুঁকতে থাকার বিষয়ে জানতে চাইলে ফারুক জানান, তিনি বারডেম হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন।
বাসা থেকে বের হয়ে হাসপাতালে প্রবেশের আগে দোকান দেখে সিগারেট খেতে মন চাইলে সিগারেট ধরান।
এজন্য তিনি ম্যাজিস্ট্রেটের কাছে ক্ষমা চান।
এ সময় ম্যাজিস্ট্রেট ওই ব্যক্তিকে ৫০০ টাকা জরিমানা করেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.