থুতনিতে বন্দুক ঠেকিয়ে সেলফি তুলতেই খুলি উড়ে গেল ভারতীয় তরুণীর

থুতনিতে বন্দুক ঠেকিয়ে সেলফি তুলতে গিয়ে খুলি উড়ে গেল এক গৃহবধূর।
নাম তার রাধিকা গুপ্তা। ভারতের উত্তর প্রদেশের হারদুই অঞ্চলের বাসিন্দা নিহত তরুণী। সেলফি তোলার সময় ওই তরুণীর হাত ছিল বন্দুকের ট্রিগারে।
আর সেখানে চাপ লেগেই গুলিতে তার ঘাড় মাথা-মগজ উড়ে গেছে।

বৃহস্পতিবার রাতে ২৬ বয়সী ওই গৃহবধূ তার শ্বশুরের বন্দুক দিয়ে সেলফি তুলতে যান।
আর দুর্ঘটনাবশত সেই বন্দুকেই তার মৃত্যু হয়।

প্রতিবেদনে বলা হয়, একহাতে মোবাইল ক্যামেরা অন্যহাতে বন্দুকের ট্রিগার ছিল তার।
এই সময় অসতর্কতাবশত ট্রিগারে আঙ্গুলের চাপ লাগায় গুলি বেরিয়ে যায়।
পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে বের হওয়া গুলি তার গলা ও ঘাড় ছিদ্র করে বেরিয়ে যায়।
পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.