তার শরীরের ওজন ৬১ কেজি।
হাত দিয়ে মাথার ওপরে তুলেছেন তিনি ১৭২ কেজি- শরীরের ওজনের প্রায় তিন গুণ। শরীরের তুলনায় দ্বিগুণ বা আড়াই গুণ ওজন তোলা ভারোত্তোলকদের সামর্থ্যের মধ্যেই পড়ে; কিন্তু সেটি যদি হয় মাত্র এক পায়ে ভর করে?
চীনের লি ফ্যাবিন তেমন বিরল সামর্থ্যই দেখিয়েছেন টোকিও অলিম্পিকে।
৬১ কেজি ওজন শ্রেণিতে ব্যক্তিগত দ্বিতীয় ক্লিন অ্যান্ড জার্কে ১৭২ কেজি ভার তুলেছেন কেবল ডান পায়ে ভর দিয়ে।
শেষ পর্যন্ত মোট ৩১৩ কেজি তুলে এই ইভেন্টে স্বর্ণও জিতেছেন প্রথমবার অলিম্পিক খেলতে আসা এই ভারোত্তোলক।
ফ্ল্যামিঙ্গো পাখির মতো এক পায়ে ভর করে খেলার কারণে ভারোত্তোলন জগতে তিনি ‘ফ্ল্যামিঙ্গো’ নামে পরিচিত।
খেলার ধরনের ভিন্নতার কারণে বিশেষ নাম পেয়ে গেলেও এ নিয়ে যথেষ্টই বিনয়ী লি ফ্যাবিন, ‘আমি মানুষকে দেখানোর জন্য এভাবে খেলি না।
আমি একজন লো-প্রোফাইলের মানুষ। এভাবে খেললে আমি স্বাচ্ছন্দ্যে ভার তুলতে পারি।’