আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের বিদেশে যেতে অনুমতি লাগবে

দেশের আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাদের বিদেশে যাওয়ার আগে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিতে হবে। এর জন্য ভ্রমণের অন্তত ১৫ দিন আগে পরিচালনা পর্ষদের অনুমোদনের কপিসহ বাংলাদেশ ব্যাংকে আবেদন করতে হবে।

কেন্দ্রীয় ব্যাংক থেকে জারি করা আজ এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা বলা হয়েছে। বাংলাদেশ ব্যাংক বলেছে, আর্থিক প্রতিষ্ঠান আইন ১৯৯৩ এর ক্ষমতাবলে এ নির্দেশ জারি করা হয়েছে যা অবিলম্বে কার্যকর হবে।

ওই বিজ্ঞপ্তিতে আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাদের দীর্ঘ সময়ের জন্য বিদেশে অবস্থান না করারও পরামর্শ দেওয়া হয়েছে। কারণ হিসেবে, প্রাতিষ্ঠানিক কাজে গতিশীলতা কমার পাশাপাশি ব্যবস্থাপনা ও পরিচালনাগত ঝুঁকিসহ আর্থিক ক্ষতির সম্ভাবনার কথা উল্লেখ করেছে বাংলাদেশ ব্যাংক।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.