দেশের বর্তমান করোনাভাইরাস সংক্রমণের সার্বিক পরিস্থিতি নিয়ে মঙ্গলবার সরকারের শীর্ষ পর্যায়ে এক সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
বিধিনিষেধ আরও কঠোর বা বাড়ানো হবে কি না- এ নিয়ে সভায় সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চ্যুয়াল বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে মঙ্গলবার দুপুর দেড়টায় শীর্ষপর্যায়ের একটা মিটিং অনুষ্ঠিত হবে।
এতে সারাদেশের করোনা সংক্রমণের সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করা হবে।
বিধিনিষেধ আরও কঠোর বা বাড়ানো হবে কিনা- এ নিয়ে সভায় সিদ্ধান্ত নেওয়া হতে পারে।