আগামীতে বৃহৎ প্রবৃদ্ধি দেখছে বিমানসংস্থা রায়ানএয়ার

চলতি বছরের জন্য নিজেদের যাত্রী সংখ্যা বৃদ্ধির পূর্বাভাসে ইতিবাচক ইংগিত দিয়েছে বিমানসংস্থা রায়ানএয়ার।
সোমবার গ্রীষ্মকালের জন্য পর্যটকদের বুকিংয়ের পরিমাণের ওপর নির্ভর করে এ পূর্বাভাস দেয় উড়োজাহাজ পরিবহন সংস্থাটি।
সংস্থাটির প্রধান নির্বাহী মাইকেল ও’লরি জানান, মহামারী-পরবর্তী সময়ে বর্তমানে উল্লেখযোগ্য প্রবৃদ্ধির দেখা মিলেছে। আইরিশ বাজেট এয়ারলাইনটির শেয়ারমূল্য ৪ শতাংশ বেড়ে বর্তমানে প্রতি শেয়ারের মূল্য দাঁড়িয়েছে ১৬ দশমিক ৪৪ ইউরো।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.