অভিনেত্রী নুসরাত জাহান নারীদের অধিকার বুঝে নেয়ার লড়াইয়ে সামনের সারিতে রয়েছেন। তার মতে, শুধুমাত্র সমাজের চোখরাঙানির ভয়ে প্রতিবাদ না করলে নিজে ভালো থাকা যাবে না।
সম্প্রতি নারীদের ক্ষমতায়ন নিয়ে একথা বলেছেন নুসরাত।
নুসরাত বলেন, আমার লড়াই আমাকেই লড়তে হবে।
কেউ কারও হয়ে গলা তুলবে না।
এখন যদি লোককে দেখানোর জন্য ছলনার আশ্রয় নিয়ে মিথ্যে জীবন যাপন করি, স্বামী অত্যাচার করলেও সমাজের ভয়ে চুপ থাকি, লোকের সামনে স্বামীর ভাবমূর্তি রক্ষা করার জন্য আওয়াজ না তুলি, তবে নিজের জীবনটা কোথাও যেন হারিয়ে যাবে।
নিজেদের ক্ষতগুলোকে লুকিয়ে রাখতে রাখতে মহিলারা নিজস্বতা হারিয়ে ফেলবে।
মহিলাদের তার পরামর্শ, ‘মনের আনন্দে বাঁচুন সবাই।’