বাংলাদেশে করোনা মোকাবিলার প্রচেষ্টাকে আরো সংহত করতে পাঠানো জরুরি চিকিৎসা সামগ্রীর বিশেষ চালান গ্রহণ উপলক্ষ্যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বাস্থ্যসেবা অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মিলিত হয়েছেন ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দি অ্যাফেয়ার্স জোঅ্যান ওয়াগনার ও ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিরা। অতিজরুরি অক্সিজেন কনসেন্ট্রেটরসহ এসব চিকিৎসা সামগ্রী দান করেছে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল।
তাদের সহযোগী হিসেবে ছিল প্রজেক্ট C.U.R.E নামের একটি আমেরিকান এনজিও, যা চিকিৎসা সংক্রান্ত ত্রাণ বিতরণের জন্য বিশ্বের সবচেয়ে বড় প্রতিষ্ঠান।
এই চিকিৎসা সামগ্রীর মধ্যে রয়েছে ৬০টি অক্সিজেন কনসেন্ট্রেটর, ভেরিয়েবল পজেটিভ এয়ার প্রেসার (ভিপিএপি) ইউনিট এবং অন্যান্য অক্সিজেন সাপ্লাই ও ডিভাইস অ্যাক্সেসরিজ – আরো আছে কেএন৯৫ এবং এন৯৫ মাস্কসহ ৪৫০০০ পিস ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম – যা দেশজুড়ে বিস্তৃত মেডিক্যাল কলেজগুলোতে কোভিড-১৯ রোগীদের সহায়তায় কাজে আসবে।
ইউএসএআইডি, ঢাকায় মার্কিন দূতাবাস, ওয়াশিংটন, ডিসিতে বাংলাদেশ দূতাবাস, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বাস্থ্যসেবা অধিদপ্তরের সহায়তায় ও সমন্বয়ে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সদস্য শেভরন, এক্সিলারেট এনার্জি, মেটলাইফ এবং এইচএসবিসি বাংলাদেশ এই উদ্যোগটি গড়ে তুলেছে।
“বাংলাদেশের জনগণের জরুরি স্বাস্থ্য চাহিদা মেটাতে সহায়তা করার জন্য আমেরিকান ব্যবসায়ী নেতৃবৃন্দকে এই উদার উপহারসহ অমূল্য অংশীদার হিসেবে এগিয়ে আসতে দেখে আমি গর্বিত। শার্জে দ্য’ফেয়ার ওয়াগনার বলেছেন, স্বাস্থ্য সুরক্ষা এবং মূল্যবান জীবন বাঁচাতে সম্মিলিত রিসোর্স ব্যবহার করে আমাদের এই মহামারির বিরুদ্ধে একসঙ্গে লড়াই চালিয়ে যেতে হবে এবং আমরা চালিয়ে যাব।
আরও খবর