অন্তঃসত্ত্বা অবস্থায় করো’নায় আক্রান্ত হয়ে মারা গেলেন বিচারক

ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোসা. সানিয়া আক্তার (২৮) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত মোসা. সানিয়া আক্তার (২৮) নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হোগলাকান্দা গ্রামের আব্দুর রশিদের মেয়ে এবং ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইচএম ইমরানুর রহমানের স্ত্রী।

সোনিয়ার ছোট বোন তানিয়া আক্তার জানান, সানিয়া আক্তার এবং তার স্বামী ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এএইচএম ইমরানুর রহমান ১২ জুলাই করোনা পজিটিভ হন।
সানিয়া আক্তার সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় ১৪ জুলাই তাকে বরিশাল শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.