কুমিল্লায় নার্সের সাথে অনৈতিক সম্পর্ক, চিকিৎসক বরখাস্ত

কুমিল্লার হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নার্সের সাথে ডা. মো. জামাল হোসেন নামে এক মেডিকেল অফিসারের অনৈতিক সম্পর্কের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের শৃঙ্খলা শাখার সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়ার স্বাক্ষরিত এক পত্রে ওই চিকিৎসককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর হাসপাতালে কর্মরত আছেন।
এদিকে ওই চিকিৎসককে বরখাস্ত করার বিষয়টি শনিবার জানাজানি হলে এ নিয়ে জেলার স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ে বেশ আলোচনা-সমালোচনার শুরু হয়।

 

অভিযোগে জানা যায়, চিকিৎসক মো. জামাল হোসেন কুমিল্লার হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিক্যাল অফিসার হিসেবে কর্মরত থাকা অবস্থায় ওই হাসপাতালের তার অধীনস্ত কনকচাপা নামের এক নার্সের সাথে তিনি পরকীয়ায় জড়িয়ে পড়েন।
দীর্ঘদিন ধরে চলে আসা এ সম্পর্কের পথ থেকে স্বামীকে ফিরিয়ে আনতে না পেরে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ করেন ডা. জামাল হোসেনের স্ত্রী ডা. ফারজানা আক্তার।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.