হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি মুদ্রাসহ মালয়েশিয়াগামী দুই যাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
বুধবার ( ২২ জুন) দিনগত রাতে তাদের আটক করা হয়। আটকরা হলেন-ঢাকা জেলার কেরানিগঞ্জের সমর উদ্দিন (৪১) ও মোহাম্মদ ইসমাইল (৩১)।
এয়ারপোর্ট এপিবিএন-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) তানজিনা আকতার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আটক দুই ব্যক্তি রাতের ফ্লাইটে মালয়েশিয়া যাওয়ার জন্যে বিমানবন্দরে এসেছিলেন। কিন্তু তাদের জুতায় তল্লাশি চালিয়ে বেশ কিছু বিদেশি মুদ্রা পাওয়া যায়। যার বর্তমান বাজার মূল্য প্রায় এক কোটি ৪০ লাখ টাকা।
আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানান এএসপি তানজিনা।