মহামারিতে আন্তর্জাতিক রুটে ফ্লাইট কম চলায় কার্গো পরিবহনে নজর দিয়েছে রাষ্ট্রীয় বিমানসংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
চাটার্ড ফ্লাইটেও ভালো আয় হচ্ছে।
এই প্রেক্ষাপটে সুষ্ঠুভাবে কার্গো ও চাটার্ড ফ্লাইট পরিচালনার পাশাপাশি কার্গোর নতুন বাজার ধরতে পৃথক সেল গঠন করেছে বিমান কর্তৃপক্ষ।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোস্তফা কামাল বলেন, ডেডিকেটেড কোনো কার্গো সেল না থাকায় তথ্য আদান প্রদান ও সমন্বয়ে সমস্যা হয়।
এতে সিদ্ধান্ত গ্রহণেও দেরি হয়।
তাই সমন্বিতভাবে কার্যক্রম পরিচালনায় কার্গো ও চাটার্ড সেল গঠন করা হয়েছে।