গতকাল প্রথম ম্যাচে দুর্দান্ত জয়ের পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া।
আজ মিরপুরে সিরিজের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।
প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ২৩ রানে অজিদের হারানোয় দারুণ আত্মবিশ্বাসী টাইগাররা। তামিম-মুশফিকের মতো সিনিয়র ক্রিকেটারদের ছাড়াই নবীনরা নিজেদের সেরাটা দিয়ে খেলেছে।
তাই দ্বিতীয় টি-টোয়েন্টিতে অপরিবর্তিত একাদশ নিয়েই নামতে পারে রাসেল ডমিঙ্গো শিষ্যরা।
তবে অস্ট্রেলিয়ার পেসারদের কাছে কুপোকাত সাকিব-রিয়াদরা।
এই ম্যাচে তাই বাড়তি সতর্ক থাকছে ব্যাটসম্যানরা।
দ্বিতীয় ম্যাচের আগে অনুশীলনের সুযোগ পায়নি দু’দলই।
প্রথম ম্যাচে অজি ব্যাটিং লাইন আপ দাঁড়াতেই পারেনি বাংলাদেশের স্পিনারদের কাছে।
তাই মিরপুরে ব্যাটিংয়ে বেশি মনোযোগী থাকবে ম্যাথু ওয়েড-মিচেল মার্শরা।