অন্য দেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে প্রায় সব মানুষকে ভ্যাকসিন নেয়া বাধ্যতামূলক করার পরিকল্পনা করা হচ্ছে বলে হোয়াইট হাউসের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা একাধিক সংবাদ সংস্থাকে জানিয়েছেন, বাইডেন প্রশাসন আন্তর্জাতিক দর্শনার্থীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ সহজ করতে ধাপে ধাপে পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছে।
তবে বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ বলা হয়েছে, এই সিদ্ধান্ত কতদিনের মধ্যে বাস্তবায়ন করা হবে সে বিষয়ে কোনো নির্দেশনা দেয়া হয়নি বলে।
ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় যুক্তরাষ্ট্রে কিছুদিন আগেও কোভিড সংক্রমণের হার ছিল ঊর্ধ্বমুখী।
বিশেষ করে যারা টিকা গ্রহণ করেননি তাদের মধ্যে সংক্রমণের হার বেশি লক্ষ্য করা গেছে।
বর্তমানে দেশটিতে বিধিনিষেধের কারণে আন্তর্জাতিক ভ্রমণকারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে।
গত বছরের জানুয়ারিতে চীনের ওপর প্রথমবারের মতো ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র। এরপর থেকে এই নিষেধাজ্ঞার আওতা বাড়ানো হয়।