মার্কিন যুক্তরাষ্ট্রে ফের করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি।
গতকাল সে দেশে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এক লাখ ৩০ হাজার ৭০৬ জন এবং মারা গেছে ৭৫০ জন।
গত ছয় মাসে এই প্রথম এই সংখ্যক দৈনিক সংক্রমণে আবারো শঙ্কিত যুক্তরাষ্ট্র।
সে দেশে মোট আক্রান্ত হয়েছে তিন কোটি ৬৪ লাখ ৪৭ হাজার ১২৩ জন এবং মারা গেছে ছয় লাখ ৩২ হাজার ৬৪১ জন।
গত কয়েক সপ্তাহ ধরেই সংক্রমণ বৃদ্ধির লক্ষণ স্পষ্ট।
নতুন করে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে সে দেশে।
এর আগে ঘোষণা করা হয়েছিল, করোনা টিকার দুই ডোজ নেওয়া হলে আর মাস্ক পরার প্রয়োজন নেই।