অর্থনৈতিক বিধি-নিষেধের গ্যাঁড়াকলে পড়ে মেসিকে আটকে রাখতে পারেনি বার্সা।
গত বৃহস্পতিবার তারা ঘোষণা দিয়েছে, মেসির সঙ্গে সম্পর্ক শেষ।
তারা আর কোনোভাবেই মেসির সঙ্গে নতুন চুক্তি করতে পারছে না।
শেষ পর্যন্ত গতকাল রোববার মেসিও ন্যু ক্যাম্পে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে বিদায় বলে দিলেন বার্সেলোনাকে।
যদিও বিদায় বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি।
কান্নাজড়িত কণ্ঠেই বলেছিলেন, তিনি চাননি চলে যেতে। থাকতে চেয়েছিলেন।
সব কিছুই ঠিক ছিল; কিন্তু শেষ মুহূর্তে লা লিগা কর্তৃপক্ষই বাধা হয়ে দাঁড়িয়েছে।
তাদের বিধি-নিষেধের কারণে সব ভেস্তে গেলো।
এমন একটি মুহূর্তের জন্য মোটেও প্রস্তুত ছিলেন না মেসি।
সংবাদ সম্মেলনেই মেসি অনেকটা নিশ্চয়তা দিয়ে জানিয়েছেন, পিএসজিতেই যাচ্ছেন। বলেছেন, ‘সম্ভবত পিএসজিতেই যাচ্ছি। যদিও কোনোকিছু এখনও নিশ্চিত নয়।’