অস্ট্রেলিয়াকে সর্বনিম্ন রানের লজ্জা দিল টাইগাররা

এই সুযোগ কি বারবার আসবে? ১২২ রানের পুঁজি নিয়েও হাল ছাড়ল না টাইগাররা। অস্ট্রেলিয়াকে আগেই সিরিজ হারের স্বাদ দেয়া টাইগাররা অদম্য স্পৃহা নিয়ে ঝাঁপিয়ে পড়ল শেষ ম্যাচেও।

টানা তিন জয়ের পর চতুর্থ টি-টোয়েন্টিতে লড়াই করে হেরে গিয়েছিল বাংলাদেশ।
তবে মিরপুরে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে সফরকারীদের রীতিমতো লজ্জায় ডুবাল টাইগাররা।
তাদের ৬২ রানে অলআউট করে দিল স্বাগতিক দল।
৬০ রানের জয়ে ৪-১ ব্যবধানে সিরিজ শেষ করল মাহমুদউল্লাহ রিয়াদের দল।

মিরপুরে লো স্কোরিং উইকেটে আগের চার ম্যাচেই ভুগেছেন ব্যাটসম্যানরা।
স্বাগতিক বোলাররা তাই জয়ের আশা ছাড়েননি।
বরং পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে শুরু থেকেই চেপে ধরেন অস্ট্রেলিয়াকে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.