বিসিবির কাছে কৃতজ্ঞ অস্ট্রেলিয়া

করোনাভাইরাস মহামারির নানা শঙ্কার কথা মাথায় রেখে অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ শেষ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
প্রথমবারের মতো পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে অজিরা বাংলাদেশ সফরে এসেছিল তবে জৈব সুরক্ষার নানান শর্ত দিয়ে।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখেই বাংলাদেশে এই সিরিজ খেলতে এসেছিল অজিরা।

আতিথেয়তা যখন দিতেই হবে, বিসিবিও তখন অজিদের চাওয়া-পাওয়ার কমতি রাখেনি। সফরকারীদের সকল শর্ত মেনে নিয়ে মাত্র ১০ দিনে মধ্যে পাঁচটি ম্যাচের আয়োজন হয়। অজিরা নানা শর্ত দিয়ে সিরিজ খেলতে নামলেও বাংলাদেশ সিরিজ জিতে নেয় ৪-১ ব্যবধানে।

তবে সিরিজ সংশ্লিষ্ট সবাইকে প্রায় ২০ দিন জৈব সুরক্ষা বলয়ে রেখে সিরিজ আয়োজন করা এতটা সহজ ছিল না বিসিবি জন্য।
তবে ভালোয় ভালোয় সফল ভাবে সিরিজ শেষ হওয়ায় বিসিবিকে ধন্যবাদ জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.