মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও ১০ হাজারের বেশি মানুষ মারা গেছেন।
একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৬ লাখের বেশি মানুষের।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, বুধবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৩ লাখ ২৬ হাজার ৮৬৩ জন।
আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২০ কোটি ৪৭ লাখ ৭৫ হাজার ৯১৪ জনের।
সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৮ কোটি ৩৮ লাখ ৯৮ হাজার ১৭০ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ হাজার ৭৮ জন।
এর আগের দিন করোনায় মারা যান ৭ হাজার ৯৫৫ জন।
গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৬ লাখ ৮ হাজার ৫০৬ জনের।
এর আগের দিন করোনা শনাক্ত হয় ৫ লাখ ২২ হাজার ৩৮২ জনের।