মহামারি করোনাভাইরাসের লাগাম টানতে বিশ্বজুড়েই টিকাদানের ওপর গুরুত্বারোপ করছে বিভিন্ন দেশ।
আর এই টিকা দেয়া নিয়ে বাংলাদেশসহ বিভিন্ন দেশেই ঘটছে নানান নেতিবাচক কাণ্ড। কেবল আমাদের কিংবা পার্শ্ববর্তী দেশ ভারতের মতো উন্নয়নশীল দেশই নয় উন্নত দেশ জার্মানিতেও টিকার পরিবর্তে আট হাজার ৬০০ মানুষকে স্যালাইন পুশ করা হয়েছে।
সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিষয়টি নিয়ে পরে পুলিশ তদন্ত শুরু করে এবং রেড ক্রসের একজন নার্স এই ঘটনার সঙ্গে জড়িত বলে ধারণা করা হয়। স্থানীয় কর্তৃপক্ষ এখন ওই ৮ হাজার ৬০০ মানুষকে নতুন করে করোনা টিকা নেয়ার আবেদন জানিয়েছে।
এই কাণ্ড ঘটেছে উত্তর জার্মানির নর্থ সি কোস্ট এলাকার প্রত্যন্ত অঞ্চল ফ্রাইসল্যান্ডে।
গত বসন্তের শুরুতে এই ঘটনা ঘটলেও সম্প্রতি তা সামনে এসেছে।
সে সময় ফ্রাইসল্যান্ডের টিকাদান কেন্দ্রে অভিযুক্ত ওই নার্স মানুষের শরীরে আসল করোনা টিকার পরিবর্তে ইনজেকশনের মাধ্যমে স্যালাইন পুশ করেন।