পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদের বুকে পা রাখতে চলেছে সংযুক্ত আরব আমিরাত।
দেশটির দুই মহাকাশচারী এবার চাঁদের পিঠে হাঁটবেন বলে জানা গেছে।
জানা যায়, তাদের মধ্যে একজন হচ্ছেন ২৮ বছরের তরুণী মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নুরে আল মাত্রুশি।
অন্যজন ৩২ বছর বয়সি মোহাম্মদ আলমুল্লাহ।
তাদের উদ্দেশ্য সফল হলে, চাঁদে অবতরণের পর পরই অনন্য এক রেকর্ডে নাম লেখাবেন নুরে আল মাত্রুশি।
আরববিশ্বের প্রথম নারী হিসেবে চাঁদের বুকে হাঁটার সৌভাগ্য হবে তার।
অবশ্য, চাঁদের উদ্দেশ্যে মহাকাশযানে উঠলেই ইতিহাসের পাতায় নাম লিখবেন নোরা। কারণ এটি হতে যাচ্ছে কোনো আরব মুসলিম নারীর প্রথম মহাকাশ ভ্রমণ।