বার্সেলোনায় এখনও বড় অংকের বেতন বকেয়া মেসির

গত ৫ আগস্ট বার্সেলোনায় দীর্ঘ ২১ বছরের পথচলা থামাতে হয় লিওনেল মেসির।
লা লিগার আর্থিক নীতির কারণে বার্সায় থাকতে চাইলেও পারেননি লিওনেল মেসি।
ক্লাব বদলে মেসির ঠিকানা এখন ফ্রান্সের পেরিস সেইন্ট জার্মেই (পিএসজি)।

আপাতত ২ বছরের চুক্তিতে এই ফরাসি ক্লাবে যোগ দিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার।
তবে ১ বছর বাড়াতে পারবেন চুক্তির মেয়াদ। এরই মধ্যে শুরু হয়ে গেছে অনুশীলনও।

তবে পিএসজিতে এসেও বার্সার সঙ্গে রয়ে গেছে পিছুটান।
পুরনো ক্লাবের কাছে বেতনের এখনও ৫২ মিলিয়ন ইউরো পাবেন মেসি।
বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫২০ কোটি টাকা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.