বিশ্বে ক’রোনায় মৃত্যু এবং সংক্রমণ দুই-ই কমেছে।
গত ২৪ ঘণ্টায় সাত হাজার ৬২৩ জনের মৃত্যু হয়েছে।
নতুন করে আক্রান্ত হয়েছেন চার লাখ ৫৭ হাজার ৭৪৫ জন।
এই সময়ে সুস্থ হয়েছেন চার লাখ ২৮ হাজার ৯৬৫ জন।
এর আগের ২৪ ঘণ্টায় বিশ্বে আট হাজার ৭৯২ জনের মৃত্যু হয়।
আক্রান্ত হন পাঁচ লাখ ৬৪ হাজার ৭৪৫ জন।
সোমবার সকাল পৌনে ৯টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য পাওয়া গেছে।
ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত ক’রোনায় আক্রান্তের সংখ্যা ২০ কোটি ৭৯ লাখ ৮০ হাজার ৪১৪।
এর মধ্যে মারা গেছেন ৪৩ লাখ ৭৪ হাজার ৬৮৯ জন।
ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছে ১৮ কোটি ৬৪ লাখ ৪৪ হাজার ৮১৩ জন।