তালেবান ক্ষমতায়, কাবুলে বোরকা কেনার হিড়িক

আফগানিস্তান তালেবানদের নিয়ন্ত্রণে যাওয়ার প্রেক্ষাপটে গত এক সপ্তাহ ধরে রাজধানী কাবুলে বোরকা কেনার হিড়িক পড়েছে।
আফগান সরকারি গণমাধ্যম তোলো নিউজের খবরে বলা হচ্ছে, একটি মার্কেটে বোরকা বিক্রি করেন আরেফ।
দেশটির বর্তমান পরিস্থিতিতে হঠাত্ বিক্রি বেড়েছে আরেফের দোকানে।
দূর থেকে আরেফের দোকান দেখলে মনে হয় সেখানে নীল রঙের পর্দা টাঙানো আছে।
কিন্তু কাছে গেলে বোঝা যায় দোকানের হুকে ঝোলানো আছে অসংখ্য নীল বোরকা। তালেবান কাবুলের চারদিক ঘিরে ফেলার পর থেকে সেখানকার নারীরাও তৈরি হন পরিস্থিতি মোকাবিলার জন্য।

আরেফ জানান, আগে বিভিন্ন প্রদেশের নারীরাই তাদের প্রধান ক্রেতা ছিলেন।
এখন শহরাঞ্চলের নারীরাও তাদের কাছে থেকে বোরকা কিনছেন।
আয়ালিয়া তেমনই একজন ক্রেতা। তিনি বোরকার দাম কমানোর জন্য আরেক জন দোকানদারের সঙ্গে দরদাম করছিলেন।
তিনি জানান, গত বছরও বোরকার দাম ছিল ২০০ আফগানি মুদ্রা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.