আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে দিয়ে আরব আমিরাতে বসবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেটের আসর।
আইপিএলের ১৪তম আসরের বাকি থাকা ৩১ ম্যাচ শুরু হবে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে। পরে ফাইনাল ম্যাচ হবে ১৫ অক্টোবর।
আইপিএলে খেলার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের দুই তারকা সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে জানানো হয়েছে, আইপিএলে খেলার জন্য আবেদন করলে অনুমতি পাবেন সাকিব ও মোস্তাফিজ।
এ টুর্নামেন্টে খেলার জন্য মুখিয়ে রয়েছেন বাংলাদেশ দলের কাটার মাস্টার মোস্তাফিজ।
তার মতে, আইপিএলের মতো টুর্নামেন্টে খেললে তা আন্তর্জাতিক ক্রিকেট তথা জাতীয় দলেও অনেক সাহায্য করে।
এছাড়া বর্তমানে ভালো ছন্দে থাকায় সামনের দিনগুলোর জন্য আত্মবিশ্বাসী মোস্তাফিজ।