কাবুলসহ দেশের নিয়ন্ত্রণ নেওয়ার পর প্রথমবারের সংবাদ সম্মেলনে তালেবান বলেছে, নারীরা আমাদের কাঠামোর মধ্যে থেকে কাজ করতে পারবেন।
ইসলামি শরিয়াহ অনুযায়ী তাদের অধিকারের সুরক্ষা নিশ্চিত করা হবে।
আজআফগানিস্তানের স্থানীয় সময় রাত ৮টার দিকে কয়েকজন শীর্ষ নেতাকে নিয়ে সংবাদ সম্মেলন করছেন তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।
তিনি বলেন, কেউই ক্ষতিগ্রস্ত হবেন না। আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে আশ্বস্ত করতে কারও সঙ্গে কোনও ধরনের সমস্যা চাই না।
তালেবানের প্রধান মুখপাত্র বলেন, আমরা ভেতর বা বাইরের কোনও শত্রু চাই না।
অন্যান্য দেশের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্কের ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেছে তালেবান।