তালেবানের হাতে মার্কিন সামরিক বিমান, আতঙ্কে বিশ্ব

তালেবানরা গত শুক্রবার আফগানিস্তানের কান্দাহারের বিমানঘাঁটির নিয়ন্ত্রণ দখল করে নেয়। এর পরে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি ব্ল্যাক হক এবং সোভিয়েত-নির্মিত এমআই -১৭এস এর মতো সামরিক হেলিকপ্টার নিয়ে তালেবান যোদ্ধাদের তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সময় লাগেনি।

এই সপ্তাহান্তে গ্রুপটি মাজার-ই-শরীফ বিমানবন্দরের দখল নেয়ার পর, এমন আরও ছবি প্রকাশ করা হয়েছে।
সে সময় তালেবান সদস্যদেরকে এ-২৯ যুদ্ধ বিমান এবং এমডি-৫৩০ ইউটিলিটি হেলিকপ্টারের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
এখন, আফগানিস্তান তালেবানের নিয়ন্ত্রণে, ফলে যুক্তরাষ্ট্র কর্তৃক আফগান বিমান বাহিনীর জন্য সরবরাহকৃত প্লেন এবং হেলিকপ্টারগুলোও তাদের হাতে পড়েছে।
এখন প্রশ্ন হচ্ছে, তালেবানরা এগুলো নিয়ে কী করার পরিকল্পনা করছে-এবং মার্কিন সামরিক বাহিনীর প্রতিক্রিয়া কী হতে পারে?

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.