মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, সেনা প্রত্যাহারের সময়সীমা শেষ হয়ে যাওয়ার পরও আফগানিস্তানে থাকতে পারে মার্কিন বাহিনী।
দেশটিতে আটকে পড়া মার্কিনিদের সেখান দেশে ফেরানোর প্রয়োজনেই এমনটা করা হবে বলে জানান তিনি। খবর বিবিসির।
বাইডেন চাচ্ছেন যে মার্কিন সেনাবাহিনী এ মাসের মধ্যেই আফগানিস্তান থেকে বেরিয়ে আসুক।
কিন্তু প্রায় ১৫ হাজার মার্কিন নাগরিক এখনও আফগানিস্তানে রয়েছে।
এমতাবস্থায় তাদের সেখান থেকে বের করে আনাই অগ্রাধিকার বলে জানান বাইডেন। এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বাইডেন বলেন, কাবুলের টালমাটাল অবস্থা এড়ানো যেতো না।
বাইডেন বলেন, ৩১ আগস্ট পুরোপুরি সেনা প্রত্যাহারের সময়সীমাকে অতিক্রম করলেও আফগানিস্তানে থাকা সব মার্কিনিকে ফিরিয়ে আনতে দেশটিতে থাকবে যুক্তরাষ্ট্র।
যদি কোনও মার্কিন নাগরিক অবশিষ্ট থাকে, আমরা তাদের নিয়ে ফিরবো।
তিনি জানান, এখনও ১০ থেকে ১৫ হাজার মার্কিনিকে উদ্ধার করতে হবে।
এছাড়া ৫০ থেকে ৬০ হাজার আফগানকেও উদ্ধার করতে হবে বলে জানান তিনি।