দেশ থেকে পালিয়ে যাওয়া আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি শিগগিরই আফগানিস্তানে ফেরার প্রতিশ্রুতি দিয়েছেন।
বুধবার নিজের ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওতে এমন অঙ্গীকার করেন তিনি।
আশরাফ গনি বলেন, আমি সংযুক্ত আরব আমিরাতে আছি।
কিন্তু শিগগিরই আমার দেশে ফিরে আসব।
দেশে ফেরার আগে আশরাফ গনি অন্যান্যদের সঙ্গে পরামর্শ করছেন বলেও জানান।
আফগানদের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ চালিয়ে যাবেন বলেও ভিডিও বার্তায় প্রতিশ্রুতি দেন আশরাফ গনি।
তিনি বলেন, আমাকে কাবুল ত্যাগ করতে বাধ্য করা হয়েছিল, আমি রাজধানীতে রক্তপাতের কারণ হতে চাইনি।