কর্মীদের টিকা নেয়া বাধ্যতামূলক করেছে কান্তাস এয়ারলাইন্স

সব কর্মীকে অবশ্যই কভিড-১৯ প্রতিরোধী টিকা নিতে হবে বলে জানিয়েছে কান্তাস এয়ারলাইন্স। আগামী নভেম্বরের মধ্যে পাইলট, কেবিন ক্রু ও বিমানবন্দরের কর্মীসহ ফ্রন্টলাইন কর্মীদের টিকা নেয়া বাধ্যতামূলক করেছে অস্ট্রেলিয়ার রাষ্ট্রীয় উড়োজাহাজ পরিবহন সংস্থাটি।

বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়েছে, কান্তাসের ফ্রন্টলাইনের বাইরে কাজ করা কর্মীদের উভয় ডোজ গ্রহণের জন্য আগামী বছরের মার্চের শেষ পর্যন্ত সময় দেয়া হয়েছে। নিউ সাউথ ওয়েলস রাজ্যে দৈনিক কভিড-১৯ সংক্রমণ রেকর্ড বৃদ্ধির পর টিকা নেয়ার কথা জানিয়েছে কান্তাস।

কান্তাসের প্রধান নির্বাহী অ্যালান জয়েস এক বিবৃতিতে বলেন, আমরা একটি অপরিহার্য পরিষেবা দিয়ে থাকি। এ উদ্যোগের মাধ্যমে বিমানবন্দর টার্মিনাল বন্ধ করার মতো পদক্ষেপ এড়াতে সহায়তা করবে।

এটি স্পষ্ট যে, লকডাউন ও সীমান্ত বন্ধের অবসান ঘটানোর একমাত্র উপায় টিকা। এর মাধ্যমে উড়োজাহাজ পরিষেবা প্রতিষ্ঠানের সব কর্মী কাজে ফিরতে পারবেন।

কান্তাস জানিয়েছে, তাদের ২২ হাজার কর্মীর ওপর চালানো জরিপে দেখা গেছে, ৮৯ শতাংশ উত্তরদাতা এরই মধ্যে কভিড-১৯ টিকা নিয়েছেন কিংবা নেয়ার পরিকল্পনা করছেন। প্রায় তিন-চতুর্থাংশ কর্মী মনে করেন, টিকা নেয়ার বিষয়টি বাধ্যতামূলক হওয়া উচিত।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.