পাকিস্তান যেতে ভয় পাচ্ছে নিউজিল্যান্ড

আফগানিস্তানের ক্ষমতা দখল করেছে তালেবান।
অথচ পাকিস্তান সফরে যেতে এখন ভয় পাচ্ছে নিউজিল্যান্ড।
তবে, কিউইরা পুরোপুরি বাতিল করে দেয়নি পাকিস্তান সফর।
তারা আগে একটি নিরাপত্ত বিশেষজ্ঞ দলকে পাকিস্তানে পাঠাচ্ছে।
সেই দলটি যে রিপোর্ট দেবে, তার ওপর ভিত্তি করেই সিদ্ধান্ত বহাল রাখবে কিংবা পরিবর্তন করবে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেটারদের ওপর সন্ত্রাসী হামলার পর থেকে দীর্ঘদিন পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ ছিল।
গত কয়েকবছর অনেক কাঠখড় পুড়িয়ে নিজেদের দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে সক্ষম হয় পাকিস্তান ক্রিকেট বোর্ড।
জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকাকে সফরে নিতে সক্ষম হয়েছে তারা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.