‘কাবুল থেকে উড়িয়ে আনার সময় প্রাণহানি ঘটতে পারে’

মার্কিন প্রেসিডেন্ট বাইডেন স্বীকার করেছেন যে, আফগানিস্তান থেকে চলমান এই গণ উদ্ধার কার্যক্রম চালাতে গিয়ে প্রাণহানির ঘটনা ঘটতে পারে।
হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, আফগানিস্তান থেকে এ পর্যন্ত ১৩ হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে।
জো বাইডেন বলেন, তাদের এই উদ্ধার কার্যক্রম তালেবানদের কারণে ব্যাহত হচ্ছে।
যদিও তার এই বক্তব্য তারই প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক।
তালেবানরা মাত্র কয়েকদিনের ব্যবধানে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনার মুখে পড়েন বাইডেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, কোনও মার্কিনি যদি ফিরে আসতে চায়, আমরা তাকে নিয়ে আসবো।
সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে বাইডেন বলেন, আফগান ছাড়তে চাওয়া আরও ৫০-৬০ হাজার মিত্রের ক্ষেত্রেও একই ধরনের ‘অঙ্গীকার’ বাস্তবায়ন করবে মার্কিন সেনাবাহিনী।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.