এবার আফগানিস্তানে তালেবান বিরোধীদের হাজার হাজার যোদ্ধা প্রস্তত

দীর্ঘ দুই দশক পর আবারও আফগানিস্তানের ক্ষমতায় আসার পর তালেবানের বিপক্ষে বিদ্রোহ শুরু হয়েছে আফগানিস্তানের একটি প্রদেশে।
সেই তালেবান-বিরোধী একটি বিদ্রোহী গোষ্ঠী বলেছে যে, তাদের হাজার হাজার সদস্য যুদ্ধ করতে প্রস্তুত।

ন্যাশনাল রেজিস্টেন্স ফ্রন্ট অব আফগানিস্তান (এনআরএফ) -এর বৈদেশিক সম্পর্ক বিষয়ক প্রধান আলী নাজারি বিবিসিকে বলেছেন, তারা শান্তিপূর্ণ সমঝোতা চান। আলী নাজারি আরো বলেন, শান্তিপূর্ণ সমঝোতা ব্যর্থ হয়… তাহলে আমরা কোন ধরণের আগ্রাসন মেনে নেব না।

এদিকে, তালেবান বলছে যে, পাঞ্জশির উপত্যকায় এই গোষ্ঠীটির শক্তিশালী ঘাঁটি তারা ঘিরে ফেলেছে এবং বিরোধীদেরকেও ঘেরাও করা হয়েছে।
ওই গোষ্ঠীটির সদস্যরাও বলেছেন, রাজধানী কাবুলের উত্তর-পূর্বাঞ্চলের দিকে এখন অগ্রসর হচ্ছে তালেবান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.