পূরণ হচ্ছে রিয়াল মাদ্রিদের এমবাপ্পে স্বপ্ন!

ফরাসি ফুটবল ক্লাব পিএসজি এখন চাঁদের হাট।
লিওনেল মেসি, নেইমার, সের্হিয়ো রামোসদের নিয়ে রীতিমতো স্বপ্নের দল।

অথচ সেই দল ছাড়তে ব্যাকুল কিলিয়ান এমবাপ্পে!
মেসি আসার পর সবাই যখন প্রতীক্ষায় ‘এমএনএম’ ত্রয়ীর জাদু দেখতে, তখনই বোমাটা ফাটাল ‘আরএমসি রেডিও’।
চুক্তি বাড়াতে রাজি না হওয়ায় পিএসজিই নাকি এখন চাইছে এমবাপ্পেকে বিক্রি করতে!
রিয়াল মাদ্রিদ আগে থেকেই পেতে চায় এই ফরাসিকে। তাদের সঙ্গে ইংল্যান্ডের একটি ক্লাব আগ্রহ দেখিয়েছে এমবাপ্পেকে পেতে।
বলাই যায়, জমজমাট হতে চলেছে এমবাপ্পে নাটক।

পিএসজির সঙ্গে আগামী বছর শেষ হচ্ছে এমবাপ্পের চুক্তির মেয়াদ।
এর আগেও ফিরিয়েছেন নতুন চুক্তির প্রস্তাব।
মেসি আসার পর আরো একবার আলোচনার টেবিলে বসে দুই পক্ষ।
তাতে পাঁচ বছরের নতুন চুক্তিতে নেইমারের সমান বেতন দিতে রাজি ছিল পিএসজি।
কিন্তু এমবাপ্পে শুনলে তো! বাধ্য হয়ে পিএসজি তাই বিক্রি করতে চায় তাঁকে।
নইলে আগামী মৌসুমে ছাড়তে হবে ট্রান্সফার ফি ছাড়াই।
তাই স্বপ্নের পালে নতুন হাওয়া রিয়ালের।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.