ভারতে শিশুদের করোনার টিকা দেয়া হবে।
আগামী বছরের প্রথম তিন মাসের মধ্যেই শুরু হবে এই টিকা কার্যক্রম।
এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন দেশটির কোভিড টিকা সংক্রান্ত সরকারের উপদেষ্টা কমিটির প্রধান এন কে অরোরা।
তিনি বলেন, ‘ভারতে ১২-১৭ বছর বয়সী শিশুর সংখ্যা ১২ কোটি।
যার মধ্যে এক শতাংশের কো-মর্বিডিটি রয়েছে। এই সংখ্যাটা খুব একটা কম নয়।’
আনন্দবাজারের খবরে বলা হয়, ভারতে দুই বছরের বেশি বয়সীদের ওপর পরীক্ষামূলক প্রয়োগ করা হয়েছে কোভ্যাক্সিনের টিকা।