আইপিএলে খেলতে সবুজ সংকেতের অপেক্ষা মোস্তাফিজুর রহমানের

ব্যস্ত সময়ের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট।
জিম্বাবুয়ে সফর শেষে অস্ট্রেলিয়া সিরিজ, ১ সেপ্টেম্বর থেকে শুরু নিউজিল্যান্ড সিরিজ।
এরপর ইংল্যান্ড দল আসার কথা থাকলেও সেটি আপাতত স্থগিত।

তাই অক্টোবর-নভেম্বরে বিশ্বকাপের আগে সময়টা ফাঁকা যাবে ক্রিকেটারদের।
তবে এই সময়ে আবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের স্থগিত হওয়া বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৯ সেপ্টেম্বর থেকে আরব আমিরাতে।

এবারের আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে মোস্তাফিজুর রহমান ও কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন সাকিব আল হাসান।
কিউইদের বিপক্ষে সিরিজ শেষে যেহেতু ফাঁকা সময়, তাই এই সময়ে আইপিএলে খেলতে চায় সাকিব-মোস্তাফিজ দুজনেই।

এরই মধ্যে মোস্তাফিজুর রহমান অনাপত্তিপত্রের জন্য আবেদন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে।
এমনটাই জানিয়েছেন ক্রিকেট পরিচালক আকরাম খান।

 

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.