তালেবানরা আফগানিস্তান নিয়ন্ত্রণ নেয়ার পর আফগানিস্তান ছেড়ে পালাচ্ছে হাজার হাজার মানুষ। পালানো মানুষের তালিকায় রয়েছে সংখ্যালঘু মানুষও।
কিন্তু এরই মধ্যে শোনা যাচ্ছে, আফগান শিখ এবং হিন্দুদের মধ্যে অনেকেই ভারত যেতে চান না। বরং তারা আমেরিকা এবং কানাডায় যেতে চান।
ভারত সরকার খুব দ্রুতই কাবুল থেকে তাদের উদ্ধার অভিযান শেষ করবে।
সেক্ষেত্রে আফগান শিখ এবং হিন্দুদের দ্রুত সিদ্ধান্ত নিতে বলেছে সংশ্লিষ্টরা।
ইন্ডিয়ান ওয়ার্ল্ড ফোরামের প্রেসিডেন্ট পুনীত সিং চান্দহুক বলেছেন, গুরদুয়ারা কার্তে পারওয়ানে থাকা প্রায় ৭০ থেকে ৮০ জন আফগান শিখ এবং হিন্দু ভারতে আসতে চান না।
কারণ তারা কানাডা বা আমেরিকায় যেতে চান।
তিনি বলেন, এই আফগানদের জন্য উদ্ধার অভিযান কেবল ব্যাহতই হচ্ছে না।
তাদের জন্য দেরি হচ্ছে অন্যদের উদ্ধার অভিযানও।