ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এশিয়াকে ‘বিভক্ত’ করার ষড়যন্ত্র করছেন

দক্ষিণ চীন সাগরে নিজেদের দাবির সমর্থনে বেইজিং জোরজবরদস্তি করছে, ভয় দেখাচ্ছে—এমন মন্তব্যের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস চীনের সঙ্গে এর প্রতিবেশী দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর বিভেদ সৃষ্টির ষড়যন্ত্র চালাচ্ছেন বলে অভিযোগ করেছে চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম।
এশিয়ায় সাত দিনের সফরে আসা কমলা হ্যারিস গত মঙ্গলবার সিঙ্গাপুরে দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের কার্যক্রম প্রসঙ্গে ঐ মন্তব্য করেছিলেন।

এর প্রতিক্রিয়ায় বুধবার রাষ্ট্র পরিচালিত চায়না ডেইলির এক সম্পাদকীয়তে বলা হয়, ‘চীনের দিকে আঙুল তুলে এবং ‘জোরজবরদস্তি’ ও ‘ভয়ভীতি দেখানোর’ অভিযোগের মাধ্যমে হ্যারিস সচেতনভাবে তার নিজের ভণ্ডামি এড়িয়ে যাচ্ছেন।
তিনি জোরজবরদস্তি ও ভয়ভীতি দেখানোর মাধ্যমে আঞ্চলিক বিভিন্ন দেশকে ওয়াশিংটনের চীন নিয়ন্ত্রণ প্রকল্পে যুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.