বাণিজ্যিকভাবে সুপারসনিক উড়োজাহাজে ভ্রমণের অধ্যায় পুনরায় শুরু করতে চায় অ্যারোস্পেস স্টার্টআপ বুম সুপারসনিক।
আটলান্টিক অঞ্চলে এটির প্রসার ঘটাতে চায় প্রতিষ্ঠানটি।
১৯৭০-এর দশকে ব্রিটিশ এয়ারওয়েজ ও এয়ার ফ্রান্সের সুপারসনিক কনকর্ডের পর যাত্রী পরিবহনে এ ধরনের উড়োজাহাজ আর উড্ডয়ন করতে দেখা যায়নি।
আশা করা যাচ্ছে, নিউইয়র্ক থেকে লন্ডন রুটে সাড়ে ৩ ঘণ্টায় ৬৫ জন যাত্রী পরিবহন করতে পারবে বুম সুপারসনিকের যাত্রী পরিবহনকারী উড়োজাহাজ বুম ওভারচার।
একই সঙ্গে নিউইয়র্ক থেকে ফ্রাংকফুর্টে ৪ ঘণ্টা ও সানফ্রান্সিসকো থেকে টোকিওতে ৬ ঘণ্টায় যাত্রী পরিবহন করা সম্ভব হবে। রয়টার্স
আরও খবর