উত্তর আয়ারল্যান্ডের সঙ্গে থাকা সব ফ্লাইট স্থগিত করার ঘোষণা দিয়েছে আইরিশ উড়োজাহাজ পরিষেবা প্রতিষ্ঠান রায়ানএয়ার।
প্রতিষ্ঠানটির এ ঘোষণাকে উত্তর আয়ারল্যান্ডের সঙ্গে ইউরোপের বাকি অংশের মধ্যে যোগাযোগে আরো একটি ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
দ্য গার্ডিয়ানের একটি প্রতিবেদনে বলা হয়েছে, রায়ানএয়ার বেলফাস্ট আন্তর্জাতিক বিমানবন্দর ও বেলফাস্ট সিটি বিমানবন্দর উভয় থেকেই সব ফ্লাইট বন্ধ করতে চলেছে।
এক্ষেত্রে স্বল্প ব্যয়ের সংস্থাটি সরকারি এয়ার প্যাসেঞ্জার ডিউটি (এপিডি) ও কভিড পুনরুদ্ধারে প্রণোদনা না দেয়াকে দায়ী করেছে।
একটি বিবৃতিতে রায়ানএয়ার বলেছে, ব্রিটিশ সরকারের এপিডি স্থগিত কিংবা কমিয়ে আনতে অস্বীকার এবং বেলফাস্টের উভয় বিমানবন্দরে কভিড পুনরুদ্ধারের প্রণোদনার অভাবের কারণে এ পদক্ষেপ নেয়া হয়েছে।
গ্রীষ্মকালীন সময়সূচি থেকে উভয় বিমানবন্দরেই কার্যক্রম বন্ধ করবে রায়ানএয়ার।
পরিবর্তে আগামী নভেম্বর থেকে সংস্থাটি যুক্তরাজ্য ও ইউরোপের অন্যান্য রুটে ফ্লাইট পরিচালনা করবে।